রাজধানীতে চার সড়কের নিরাপত্তায় র‌্যাব-২

রাজধানীর রাস্তায় র‌্যাবের টহল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য যে কোনও ধরনের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে রাজধানীর চারটি সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-২। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-২ এর অপারেশনস অফিসার ফিরোজ কাউসার।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সড়ক চারটি হলো- মহাখালী হতে জাহাঙ্গীর গেট হয়ে সার্ক ফোয়ারা, নীলক্ষেত হতে শ্যামলী, সাত মসজিদ রোড এবং উড়োজাহাজ চত্বর হতে আগারগাঁও পর্যন্ত। এসব সড়কে টহলের পাশাপাশি নিয়মিত বিরতিতে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের তল্লাশি করা হচ্ছে।

র‌্যাবের চেকপোস্ট

এ ব্যাপারে র‌্যাব-২ এর অপারেশনস অফিসার ফিরোজ কাউসার বলেন, ‘মামলার রায়কে কেন্দ্র করে যে কোনও ধরনের নাশকতামূলক পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-২। নিয়মিত বিরতিতে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও পথচারীদের তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সামাজিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে কাজ করা হচ্ছে।’