সুরঞ্জিত সেনগুপ্ত অসাম্প্রদায়িক চেতনার নেতা ছিলেন: শিল্পমন্ত্রী

 



স্মরণসভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসুরঞ্জিত সেনগুপ্ত অসাম্প্রদায়িক চেতনার নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন ৷





সামাজিক বিজ্ঞান অনুষদে মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ওই সভায় আমির হোসেন আমু বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি করেছেন। তিনি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করতেন না। তিনি ছিলেন একজন সাহসী নেতা। তার সাহসের প্রশংসা অনেকে করতেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে তিনি অপরিসীম ভূমিকা রেখেছেন। বিশেষ করে এরশাদবিরোধী আন্দোলনে তিনি বিরাট অবদান রেখেছেন। তার মতো নেতা এদেশে আর হবে না। আইন সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল। তিনি অনেক বিতর্কের সমাধান দিতেন। তার মতো একজন বিজ্ঞ, পারদর্শী নেতার এ মুহূর্তে খুব প্রয়োজন।’ তাকে হারিয়ে রাজনৈতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদল ইসলাম সেলিম বলেন, ‘পার্লামেন্টারি হিসেবে তার অসাধারণ দক্ষতা ছিল। তিনি শুধু মুখ দিয়ে কথা বলতেন না, অঙ্গভঙ্গি দিয়েও অনেক কথা বলতেন। বক্তৃতায় তাকে অভিনেতা বলা হলেও তিনি অভিনয় করতেন না। সত্য কথা নির্ভয়ে বলতেন।’
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বীরেন্দ্র নাথ অধিকারী সঞ্চালনায় ও সভাপতি পান্না লাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও স্মৃতিচারণ করেন ড. শ্রী বীরেন শিকদার, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাকসুদ কামাল প্রমুখ।