ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হলো ৮ম উড়োজাহাজ







ইউএস-বাংলাইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হলো ৮ম উড়োজাহাজ। ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ারলাইন্সটির বহরে এ নিয়ে চারটি ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ যুক্ত হলো।

নতুন এ উড়োজাহাজে ইকোনমি ক্লাসের ৭৬টি আসন রয়েছে। এটি দিয়ে অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে এয়ারলাইন্সটির।

কানাডার মন্ট্রিল থেকে ইউএস-বাংলার ক্যাপ্টেন আবিদ সুলতান, ক্যাপ্টেন লুৎফর রহমান ও ফার্স্ট অফিসার মারুফ আহমেদ উড়োজাহাজটি ঢাকায় নিয়ে আসেন। আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্বাহী পরিচালক এম জি তৌহিদ, পরিচালক ফ্লাইট অপারেশন মসিউল আজম, পরিচালক (কাস্টমার সার্ভিস) এ কে এম জুনায়েদ, জিএম (কাস্টমার সার্ভিস) ইমরান আহমেদ, জিএম (অপারেশন) জুলফিকার আলী, জিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশন) মো. কামরুল ইসলাম প্রমুখ।