নিকেতনে রাজউকের উচ্ছেদ অভিযান





উচ্ছেদ অভিযানআবাসিক ভবনের বাণিজ্যিক ব্যবহার বন্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নিকেতন এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আদিলুজ্জামানের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আটটি আবাসিক ভবনের পার্কিয়ের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা তিনটি রেস্টুরেন্ট, দুইটি গোডাউন, একটি বিউটি পার্লার, পাঁচটি দোকান এবং অনুমোদনহীন একটি ভবনের আংশিক উচ্ছেদ ও সিলগালা করে দেওয়া হয়। এসময় এসব প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা সুবিধার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি কয়েক জন ভবন মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় রাজউকের অঞ্চল-৪ (গুলশান, মহাখালী, পূর্বাচল)-এর পরিচালক খন্দকার অলিউর রহমান, সহকারী অথরাইজড অফিসার মাকিদ এহসান, প্রধান ইমারত পরিদর্শক আবু হানিফ সরকার, ইমারত পরিদর্শক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।