হাজারীবাগ থেকে ঢাবি ছাত্রের লাশ উদ্ধার



তরুণ হোসেনরাজধানীর হাজারীবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তরুণ হোসেন। তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ী কুষ্টিয়ায়।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে হাজারীবাগ বেড়িবাঁধ কলার আড়ত এলাকায় নির্মাণাধীন একটি ছয়তলা ভবন থেকে পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাজারীবাগ থানা পুলিশ। তরুণ হোসেনের এক বন্ধু জানান, তরুণ আজ  হাজারীবাগের দিকে বেড়াতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘দুপুর ৩টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ কলার আড়ত এলাকার একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের ছাদ থেকে তরুণ হোসেন পড়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে এটা আত্মহত্যা না খুন তা এখনও বলা যাচ্ছে না।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. এ কে এম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তরুণের মৃত্যুর খবর শুনেছি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি৷ বিষয়টি দেখার জন্য একজন হাউস টিউটর ও একজন সহকারী প্রক্টরকে সেখানে পাঠানো হয়েছে।’