শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা থাকবে: ডিএমপি কমিশনার

ডিএমপি-আগামী ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘শহীদ মিনার এলাকায় ইউনিফর্ম পুলিশের পাশাপাশি আমাদের সাদা পোশাকের গোয়েন্দা বাহিনীও দায়িত্বে থাকবে। নির্দিষ্ট গেট দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে। এ সময় তল্লাশি করা হবে।  ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে এ এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকবে।’

ডিএমপিতিনি আরও বলেন, ‘ভিআইপিরা মৎস্যভবন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের সামনে গাড়ি রেখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন।’

২১ ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তার হুমকি আছে কিনা- প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সুনির্দিষ্ট কোনও হুমকি নেই। তবে আমরা সবকিছু মাথায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা করেছি। সবাই যাতে নিরাপদে শ্রদ্ধা জানাতে পারেন আমরা সেই ব্যবস্থা করবো।’

আরও পড়ুন:
গণভবনের বাইরে কনস্টেবল গুলিবিদ্ধ