ছাত্রলীগের দখলে একুশের অতিথিশালা

ছাত্রলীগের নেতাকর্মীদের দখলে শারীরিক শিক্ষাকেন্দ্রঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষাকেন্দ্রে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরের আগে একুশে উদযাপন কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য বসার ব্যবস্থা করা হয়৷ তবে জায়গাটি ছাত্রলীগের নেতাকর্মীদের দখলে ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। আমন্ত্রিত অনেক অতিথি বসতে পারেননি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন শরীরচর্চা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়সহ হল পর্যায়ের নেতাকর্মীদের ভিড়ে আমন্ত্রিত অতিথিরা বসার জায়গা খুঁজে পেতে বিপাকে পড়েন। অপরদিকে শরীরচর্চা কেন্দ্রের বেশিরভাগ জায়গাজুড়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বসে থাকতে দেখা যায়।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। ছাত্রলীগ ছাড়াও অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও বসতে পারেননি বলে তারা অভিযোগ করেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনও প্রকারের শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করা হয়নি। এতে খাবার বণ্টন করার সময় বিশৃঙ্খলা দেখা দেয়।

ঢাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি সালমান অভিযোগ করে বলেন, ‘গত কয়েক বছর ধরে এ রকম বিশৃঙ্খলা হয়নি। একচেটিয়াভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা অধিকাংশ জায়গাজুড়ে বসে আছে। তাদের মধ্যে খাবার নিয়েও কাড়াকাড়ি করতে দেখা যায়। এতে করে একুশের চেতনাকে অপমান করা হচ্ছে।’

এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিক বার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।

সহকারী প্রক্টর অধ্যাপক ড.মো. মাকসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’