প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দেওয়ার চেষ্টা ছাত্রলীগের

গেটের বাইরে ফুলের স্তবক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও শহীদ মিনারে ‘ছাত্রলীগ’ লেখা ফুলের স্তবক দিতে গিয়েছিল একদল শিক্ষার্থী। কিন্তু তাদের অনুমতি দেয়নি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি)। এ নিয়ে প্রহরীদের সঙ্গে তাদের কয়েক দফা তর্ক হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত তারা আইআইইউসি’র মূল ফটকের কাছে ফুল রেখে চলে যান। ঘটনাটি বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালের।

ওই শিক্ষার্থীরা জানান, বুধবার সকালে ‘ছাত্রলীগ’ লেখা ফুলের স্তবক নিয়ে বিশ্ববিদ্যালয় ফটকের কাছে পৌঁছালে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। কোনও সংগঠনের ব্যানারে ফুল দেওয়ার নিয়ম না থাকায় অনুমতি দেওয়া হয়নি।

জানা গেছে, বুধবার সকালে আইআইইউসি’র কিছু শিক্ষার্থী ফুল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে ঢুকতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। তখন প্রহরীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় ওই দলে থাকা সাইফুজ্জামান নামের এক শিক্ষার্থী ঘটনাটি ফেসবুকে লাইভ করতে থাকেন।

ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে বারবার প্রশ্ন করছেন—গাড়ি ঢুকছে, কিন্তু তাদের কেন ঢুকতে দেওয়া হবে না?

ফেসবুকে লাইভ করা সাইফুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মিফতাল হাসান আনাস নামে আরেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলার অনুরোধ জানান। পরে মিফতাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী। ফুল দেওয়ার বিষয়ে আগের দিন প্রক্টর স্যারের সঙ্গে কথাও বলেছি। তিনি কিন্তু তখন না করেননি। তবে তাদের অনুমতি না পেয়ে আজ  ফুল দিতে পারিনি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাওসার আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা থাকায় আমরা ব্যানার নিয়ে কাউকে ফুল দেওয়ার অনুমতি দেইনি। তারা সাধারণ শিক্ষার্থীদের মতো ফুল দিতে এলে নিয়মের ব্যত্যয় ঘটতো না। কিন্তু তারা ‘ছাত্রলীগ’ লেখা ফুলের স্তবক নিয়ে এসেছিল। যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিয়মেই নেই, সেই কারণে আমাদের অনুমতি দেওয়ার কোনও সুযোগও নেই।’