টেস্টে পাস না করলে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া যাবে না

মাউশি

নির্বাচনি (টেস্ট) পরীক্ষায় পাস না করলে পাবলিক পরীক্ষায় কোনও শিক্ষার্থীকে অংশ নিতে দেওয়া হবে না। পাশাপাশি পাবলিক পরীক্ষা না হওয়া পর্যন্ত টেস্ট পরীক্ষার খাতা সংরক্ষণ করতে বলা হয়েছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দিয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) নির্দেশনা জারি করেছে।

এর আগেও এ নিয়ম থাকলেও অনেক প্রতিষ্ঠান তা না মেনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর নতুন করে এ নির্দেশনা জারি করলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

মাউশির ওই নির্দেশনায় বলা হয়, নির্বাচনি (টেস্ট) পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নির্বাচনি পরীক্ষার খাতা সংরক্ষণ করতে হবে। উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা মাঝে মধ্যে এ বিষয়টি মনিটরিং করবে।