ফেসবুকে অশালীন মন্তব্য, ঢাবির পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

 



ঢাকা বিশ্ববিদ্যালয়ফেসবুকে একই বিভাগের কয়েকজন ছাত্রীর ছবিতে অশালীন মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রক্টর অধ্যাপক ড. মো. এ কে এম গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলো পালি অ্যান্ড বুদ্ধিস্ট বিভাগের দ্বিতীয় বর্ষের আশিকুর রহমান, হযরত আলী, মুস্তাকিম আল মামুন পিয়াল, মো. জহুরুল ইসলাম ও রাহাদ আহমেদ।
কয়েক দিন আগে ভুক্তভোগী ওই ছাত্রীরা ফেসবুকে অশালীন মন্তব্যের স্ক্রিন শটসহ উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন। এর ভিত্তিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সুপারিশের পর সিন্ডিকেট সভায় পাস হয়।
প্রক্টর গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে।’