জাতীয় সংগীত চর্চা হচ্ছে কিনা যাচাইয়ের নির্দেশ

মাউশি

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চা হচ্ছে কিনা তা যাইয়ের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বিজয়ের মাস মার্চের প্রথম দিন বৃহস্পতিবার (১ মার্চ) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত গাওয়া এবং জাতীয় সংগীত চর্চায় অনুপ্রাণিত করতে ১১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনা অনুযায়ী গত ২০ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধভাবে জাতীয় সংগীত গাওয়া এবং জাতীয় সংগীত চর্চায় অনুপ্রাণিত করতে নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেয় মাউশি’র মহাপরিচালককে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত গাওয়া এবং জাতীয় সংগীত চর্চায় অনুপ্রাণিত করতে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার আয়োজন করতে হবে। জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা সে বিষয়ে প্রত্যেক মাসের ২ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধিশাখা-৪ (সমন্বয়)-এ হার্ড কপিসহ ইমেইলে সফট কপি পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

১১ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনায় জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সে বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চার ওই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে এবং সুষ্ঠভাবে তা বাস্তবায়ন হচ্ছে কিনা তা জানাতে মাঠ পর্যায়ের তথ্য চেয়ে রবিবার (১ মার্চ) আবার পত্র জারি করে মাউশি।