উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন

নেপালে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণে শহীদ মিনারে মোমমাতি প্রজ্বালননেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা মোমবাতি জ্বালিয়েছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হতে থাকেন সাধারণ মানুষ। ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা জানানোর এই কর্মসূচি। এরপর নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়, উপস্থিত সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে একটি মৌন মিছিল নিয়ে সবাই জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)। এ সময় গণজাগরণ মঞ্চের সংগঠক আসাদুজ্জামান মাসুম বলেন, ‘বিমান দুর্ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষেরই দায় রয়েছে। বিচার বিভাগীয় তদন্ত করে এর মূল রহস্য উদ্ঘাটন করতে হবে।’
সাধারণ নাগরিকদের সঙ্গে এই কর্মসূচিতে শোক জানিয়েছে প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদ। নিহতদের প্রতি শোক জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক সালমা মাহবুব বলেন, ‘আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রফিক জামান সপরিবারে এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা তার মৃত্যুতে শোকাহত।’
আরও পড়ুন-
নেপালের হতভাগ্য ১১ মেডিক্যাল শিক্ষার্থী!
শশীর যে ছবি এখন বাবা-মায়ের কাছে শেষ স্মৃতি
বিমান বিধ্বস্ত: হতাহত বাংলাদেশিদের নাম প্রকাশ