পল্লবী বস্তিতে অগ্নিদগ্ধ নারীর ঢামেকে মৃত্যু

 

 

 

 পল্লবীর বস্তিতে আগুন (ফাইল ছবি)

রাজধানীর পল্লবী বস্তিতে আগুনে পুড়ে আহত হওয়ার দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জামিলা বেগম (৬০) নামের এক নারী। বুধবার বিকেল ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের শরীর ৬৮ শতাংশ দগ্ধ হয়েছিল। আজকে বিকেল ৪টায় তিনি মারা গেছেন।

নিহতের মেয়ে মর্জিনা বেগম বলেন, আমি গ্রামের বাড়ি বগুড়ার শেরপুরে থাকি। আম্মা ( জামিলা বেগম) ঢাকায় আমার ছেলে মঞ্জুর সঙ্গে ঐ বস্তিতে থাকতেন।  তিনি ভিক্ষা  করতেন। আর মঞ্জু গার্মেন্টসে কাজ করে। 

উল্লেখ্য, গত ১১ মার্চ দিবাগত রাত ৩টার দিকে পল্লবী মোল্লা বস্তিতে আগুনের সূত্রপাত্র হয়। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে সোমবার সকাল ৭টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে যায় বস্তির সবকটি ঘর।