মুগদায় ভোরে ভবনে ঢুকে দুজনকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

ছিনতাইরাজধানীর মুগদায় একটি ভবনের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীসহ দুজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মার্চ) ভোর ৫টার দিকে মুগদার মানিকনগরের ৮২/৮৩ নম্বর নুর ফাতেমা ভবনে এ ঘটনা ঘটে।

আহত নিরাপত্তারক্ষী মিজান (৫৫) ও ভবনের একটি ফ্ল্যাটের গৃহকর্মী আব্দুল গণিকে (৩০) গুরুতর আহত অব্স্থায় সকাল ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির এস আই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

১০ তলা ওই ভবনের একটি ফ্ল্যাটের মালিক রাসেল আহতদের ঢামেকে নিয়ে আসেন। তিনি জানান, ভোর ৫টার দিকে ৩-৪ জন লোক ভবনের ভেতরে ঢুকে পড়ে। তাদের দেখে নিরাপত্তারক্ষী মিজান এগিয়ে গেলে তারা তাকে চাপাতি দিয়ে মাথায় কোপ দেয়। চিৎকার শুনে আব্দুল গণি এগিয়ে গেলে তারা তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তারা ভবনের নিচতলায় রাখা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ৬টার দিকে তাদের ঢামেকে নিয়ে আসেন রাসেল নামে একজন ফ্ল্যাট মালিক।

আহত দুজন ঢামেকে ভর্তি রয়েছেন।