‘কোনও নবি জঙ্গিবাদ শিক্ষা দেননি’

‘ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনও স্থান নেই। কোন নবি তার উম্মতদের জঙ্গিবাদ শিক্ষা দেননি।’ বাংলাদেশে আগত ইসলামি স্কলারদের একটি প্রতিনিধি দল রবিবার (১৮ মার্চ) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও সভাকক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশনে মতবিনিময় সভাসভায় বক্তারা বলেন, ‘উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের মাঝে দিনের দাওয়াত দিতে হবে। ইখওয়ান, মওদুদী-জামাত ও হিযবুত তাহরির কারণে পৃথিবীতে ইসলামের বদনাম হচ্ছে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। মহাপরিচালক বলেন, ‘কুরআন সুন্নাহর আলোকে প্রকৃত দিনি শিক্ষা অর্জনের মাধ্যমে বাংলাদেশের আলেম সমাজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব প্রদান করবে।’

ইমাম আযম আবু হানিফা (রহ.) আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে আগত ইসলামি স্কলারদের মধ্যে রয়েছেন- ইউক্রেনের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও গ্রান্ড মুফতি ড. শাইখ আহমদ তামিম, ইরাকের গ্রান্ড মুফতি ড. শাইখ রাফে’য় ত্বাহা আত তায়েফ, যুক্তরাষ্ট্রের আলবাহিজ ইনস্টিটিউটের পরিচালক মানজারুল ইসলাম আল আজহারী, মালয়েশিয়ার এসোসিয়েশন অব উলামা আইএম এর প্রেসিডেন্ট মাওলানা মুহাম্মদ আবদুল কাদির আল ক্বাদিরী, সিরিয়ার দারুল ইফতার খতিব হামদী কানজো, ভারতের মুফতি সৈয়দ বখতিয়ার উদ্দিন নঈমী প্রমুখ।