বাসা-বাড়িতে এডিস মশার প্রজননক্ষেত্র থাকলে দণ্ড: সাঈদ খোকন

মতবিনিময় সভায় কথা বলছেন মেয়র সাঈদ খোকনঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন যেসব বাড়িতে এডিস মশার প্রজননক্ষেত্র পাওয়া যাবে তাদের কারাদণ্ড কিংবা অর্থদণ্ড করা হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন। আগামী ৮ এপ্রিল (শনিবার) থেকে ডিএসসিসির এই অভিযান শুরু হবে বলে জানান তিনি ।

সোমবার (১৯ মার্চ) নগর ভবনের ব্যাংক ফ্লোরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন । "স্বচ্ছ ঢাকা" কর্মসূচির আওতায় চিকুনগুনিয়া প্রতিরোধ এবং এডিস মশা নিধনে করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।

মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমরা আগামীকাল গণবিজ্ঞপ্তি জারি করবো। সব নাগরিক যেন তার বাসা পরিচ্ছন্ন রাখেন এবং এ ব্যাপারে সচেতন থাকেন  সেজন্য সব পদক্ষেপ গ্রহণ করা হবে। এরপরেও সচেতন না হলে ৮ এপ্রিল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করবো।’

তিনি বলেন, ‘যেসব ভবনে এডিসের প্রজননক্ষেত্র কিংবা লার্ভা পাওয়া যাবে, তাদের অর্থদণ্ড কিংবা কারাদণ্ড কিংবা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে। ডিএসসিসির আইন আনুযায়ী এই জরিমানা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে নোটিস দেবো। আপনারা নাগরিকরা অনুগ্রহ করে বাড়িঘর পরিষ্কার রাখবেন।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাশার বলেন, ‘মশা নিধনে দুই সিটি করপোরেশন বিভিন্ন কাজ করছে। কিন্তু এই কাজগুলো সঠিকভাবে চলছে কিনা সেজন্য মনিটরিং সেল করতে হবে। পাশাপাশি জনসচেতনতামূলক কর্মসূচিও নিতে হবে।’ এ সময় চলতি বছর ডেঙ্গুর বেশি আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘আমি মশা মারবো,  প্রতিবেশী মারবে না, তাহলে লাভ হবে না। তাই সমন্বিত উদ্যোগ নিতে হবে। সরকারি অফিসসহ সবার জন্য কঠোর নির্দেশ দিতে হবে, যদি কারও ছাদে অপরিষ্কার পানি পাওয়া যায় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

বিএসআরআই'র পিএসও ড. দেবাশীষ সরকার বলেন, ‘ঢাকার অনেক ফাস্টফুডে এরোসল ব্যবহৃত হয়। এই বিষয়টি দেখার জন্য সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানাই।‘’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘মশা যেখানে ডিম পাড়ে সেখানেই মরণফাঁদ তৈরি করতে হবে। তাহলে লার্ভিসাইড কিংবা এডাল্টিসাইডের প্রয়োজন হবে না। বিশ্বের অন্যান্য দেশও তা-ই করছে।’

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী  খান মোহাম্মদ বিল্লাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালাহউদ্দিন ও আইডিসিআর'র বৈজ্ঞানিক কর্মকর্তা নুজহাত নাসরীনসহ অন্য কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৭ মার্চ সপ্তাহব্যাপী ‘স্বচ্ছ ঢাকা অভিযান’ চালাচ্ছে ডিএসসিসি।