প্রতিরক্ষা নীতিমালার খসড়া চূড়ান্তে মতামত সংগ্রহের আহ্বান টিআইবি’র


টিআইবি


জাতীয় প্রতিরক্ষা নীতিমালার খসড়া প্রণয়ন ও মন্ত্রিপরিষদে এর নীতিগত অনুমোদনকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে নীতিমালাটি চূড়ান্ত করার আগে জনগণের মতামত দেওয়ার সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।


মঙ্গলবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জাতীয় প্রতিরক্ষা নীতিমালার খসড়া অনুমোদন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা সুশাসন প্রতিষ্ঠায় সরকারের গৃহীত নীতি-কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ নীতিমালার প্রণয়ন দীর্ঘদিনের প্রতিক্ষিত, এ নীতিমালা সম্পর্কে বিস্তারিত তথ্য জনগণের জানার যেমন অধিকার রয়েছে তেমনি একে পরিপূর্ণ জনবান্ধব করার স্বার্থে এর প্রণয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ ও মতামত প্রদানের সুযোগ সৃষ্টি করা গণতান্ত্রিক চর্চার অবিচ্ছেদ্দ্য অংশ।’
খসড়া নীতিমালা চূড়ান্ত করার আগে জনগণের মতামত নেওয়া হলে তা আর বেশিও জনবান্ধব হবে বলে মনে করেন ইফতেখারুজ্জামান। তার ভাষ্য, ‘প্রতিরক্ষা নীতিমালার অন্যতম মূলমন্ত্র হবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ। প্রতিরক্ষা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সরকার প্রতিরক্ষা বাজেট ও তার ব্যয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করার প্রচলন করা হলে প্রতিরক্ষা ব্যয়ের ব্যাপারে জনসমর্থন বৃদ্ধি পাবে।’
খসড়া নীতিমালাটি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে এর ওপর মতামত দেওয়ার সুযোগ তৈরিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি। সংস্থাটি মনে করে, প্রতিরক্ষা নীতিমালার অভীষ্ঠ লক্ষ্য, উদ্দেশ্য ও এর মৌলিক নীতিগত উপাদান, প্রতিরক্ষা বাহিনীর বিকাশ এবং আধুনিকায়নসহ স্বাভাবিক অবস্থায় জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে এবং সংকটের সময় এর ভূমিকার নির্ধারক সম্পর্কে স্বচ্ছতার সঙ্গে জনগণকে অবহিত করার সুস্পষ্ট ব্যবস্থা এই নীতিমালায় অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন।
গত সোমবার (১৯ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে জাতীয় প্রতিরক্ষা নীতিমালার খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।