আলোর নগরী ঢাকা

আলোর পোশাকে ঝলমলে রাজউক ভবন

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবে মন্ত্রণালয়গুলো। এ উপলক্ষে আলোর নগরীতে পরিণত হয়েছে রাজধানী। ঢাকার প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সেজেছে আলোর মিছিলে।

ঢাকার রাস্তায় আলোর বন্যা

বুধবার (২১ মার্চ) রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, খামারবাড়ি, বিজয় সরণি এলাকা ঘুরে দেখা যায় বাহারি রঙের রঙিন আলোতে সেজেছে সড়ক দ্বীপগুলো, পাশাপাশি রংবেরঙের বাতি ঝুলছে সড়ক বিভাজনগুলোতে।

লাল-সবুজ আলোর ছটায় সেজে উঠেছে সংসদ ভবন এলাকায়

উৎসবের আলো থেকে বাদ পড়েনি জাতীয় সংসদ ভবন। লাল সবুজের কেতনের আদলে রাঙানো হয়েছে সংসদ ভবনকে।

বিমানবন্দর রোডের ফ্লাইওভারেও রঙের ছটা

উৎসাহ নিয়ে মানুষ এই রাতেও আসছেন নগরীর সাজ দেখতে। মোহাম্মদপুর এলাকা থেকে সাজ দেখতে এসেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রায় প্রতিদিনই রাতের বেলা সাইকেল চালান। সংসদ ভবন এলাকায় আলোকসজ্জা দেখে বন্ধুরা মিলে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছিলেন তারা।

তারা ঝলমলে আবহাওয়া অফিস

আলোকসজ্জা কেমন লাগছে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে তাদেরই একজন মিশুক বলেন, ‘সংসদ ভবনকে লাইটিং করলে অনেক সুন্দর লাগে। তার মধ্যে বাংলাদেশের পতাকার মতো করে সাজালে আরও বেশি সুন্দর লাগে। ছবি তুলছি, ফেসবুকে দেবো। যারা আসতে পারেনি তারা হা করে দেখবে।’

ভবনে ভবনে রঙের দোলা

 

 ছবি: সাদ্দিফ অভি, সাজ্জাদ হোসেন, নাসিরুল ইসলাম