পাইলট আবিদের পাশেই চিরনিদ্রায় আফসানা

আফসানা খানম (ছবি- ফেসবুক থেকে সংগৃহীত)ইউএস-বাংলার নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে বনানীর সামরিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হয়েছে।
শুক্রবার (২৩ মার্চ) মাগরিবের নামাজের পর তাকে দাফন করা হয়। নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম শুক্রবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হন পাইলট আবিদ সুলতান। এর ছয় দিন পর ১৮ মার্চ সকালে স্ট্রোক করেন আফসানা। তাকে প্রথমে উত্তরার একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে। সেখানে একবার অস্ত্রোপচার করা হলেও ওই দিন রাতেই আবার স্ট্রোক করেন আফসানা। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় আবারও অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপর থেকেই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার অবস্থা তখন থেকেই সংকটাপন্ন ছিল।

উল্লেখ্য, পাইলট আবিদসহ নেপালে নিহত ২৩ জনের লাশ গত সোমবার (১৯ মার্চ) ঢাকায় আনা হয়। ওই দিনই পাইলট আবিদকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।