নিজ দলের কর্মীদের পেটালেন ঢাবি ছাত্রলীগ নেতা, গুমের হুমকি

মারধোরের শিকার ছাত্রলীগ কর্মীঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নিজ দলের দুই কর্মীকে মারধর ও গুম করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হল ছাত্রলীগের সভাপতি ফকির রাসেলের নেতৃত্বে তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মারধরের শিকার ছাত্রলীগ কর্মীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র রকি ও উর্দু বিভাগের ছাত্র ফয়সাল।

ভুক্তভোগী ছাত্রলীগ কর্মীরা বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের কয়েকজন নেতা তাদের সভাপতির রুমে ডেকে নিয়ে যান। সেখানে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে ওই দুজন অংশগ্রহণ করেন না বলে  অভিযোগ তোলেন নেতারা।  সে সময় হল শাখা সভাপতি ফকির রাসেলের নির্দেশে তাদেরকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পেটানো হয়। সে সময় তাদের ঘরের মেঝেতে ফেলে দেওয়া হয়। পরে কথা না শুনলে তাদের গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়।

মারধোরের শিকার ছাত্রলীগ কর্মীকে চিকিৎসাছাত্রলীগ কর্মীরা অভিযোগ করেন, বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক শামছেত তাব্রিজ প্রান্ত, দফতর সম্পাদক মাজহারুল ইসলাম তামিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক শেখ আরেফিন ইমরোজ তাদের মারধর করেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এই ঘটনায় জড়িত নই। তবে ঘটনাটি শুনেছি। সেখানে ওই দুজনকে  মারধর করা হয়নি।’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, ‘আমি এ ঘটনা সম্পর্কে কিছু জানিনা। বিষয়টি খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’