কাফরুলে আগুনে দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু

লাশ

রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার এক এমব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হওয়া মাইনুউদ্দিন (২০) নামের আরও এক শ্রমিক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

মাইনুউদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামের আবু কালাম কালু মুন্সীর ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। তার মায়ের নাম সাজেদা বেগম। মাইনুউদ্দিন পূর্ব শেওড়াপাড়া এলাকায় থাকতেন।

বাচ্চু মিয়া জানান, বুধবার ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মাইনুউদ্দিনের মৃত্যু হয়। আগুনে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ নিয়ে অগ্নিদগ্ধ তিন জনেরই মৃত্যু হলো। এর আগে মাসুম ও আলামিন নামে দগ্ধ আরও দুই শ্রমিক মারা যান।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার তিন শ্রমিক দগ্ধ হয়।