এক পশলা বৃষ্টিতে রাজধানীবাসীর স্বস্তি

তীব্র গরমে স্বস্তির বৃষ্টিদুদিনের তীব্র গরমের পর রাজধানীবাসীকে শান্তির পরশ বুলিয়ে দিয়েছে এক পশলা বৃষ্টি। রবি ও সোমবারের তীব্র গরমের পর মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ১১টা থেকে রাজধানীতে শুরু হয় মৃদু বৃষ্টি। বৃষ্টিতে তাপমাত্রা কমিয়ে শান্তি এনে দিলেও স্বস্তি ছিল না রাস্তায়। হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

আবহাওয়া অধিদফতর জানায়, আগেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। আজকের (মঙ্গলবার) আবহাওয়ার পূর্বাভাসে রাজধানীতে বৃষ্টির আশঙ্কার কথা বলা হয়।

স্বস্তির বৃষ্টিগত কয়েকদিন ধরেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল। এতে অস্বস্তিতে পড়েন সাধারণ নাগরিকরা। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। সকাল ১১টার দিকে ঘনকালো মেঘে আকাশ ছেয়ে যায়। সঙ্গে সঙ্গেই শুরু হয় বৃষ্টি। থেমে থেমে এখনও বৃষ্টি পড়ছে। বৃষ্টি মাথায় করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বাসায় ফিরেছেন।

 

রাজধানীতে বৃষ্টিবৃষ্টির কারণে পথচারীদের বিপাকে পড়তে হয়েছে। রাজধানীর কোনও কোনও এলাকায় সৃষ্টি হয়েছে যানজট। তবে বৃষ্টি তীব্র না হওয়ায় জলজট ঘটেনি। 

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘আগামী কয়েকদিন থেমে থেমে বৃষ্টি হবে। গরমও কমবে।’

ছবি: সাজ্জাদ হোসেন