‘আমদানি নীতি কৃষিবান্ধব না হওয়ায় পেঁয়াজচাষীরা ক্ষতিগ্রস্ত’

ইসলামী কৃষক-মজুর আন্দোলনসরকারের আমদানি নীতি কৃষিবান্ধব না হওয়ার কারণে পেঁয়াজচাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল  ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী কৃষক-মজুর আন্দোলন।
মঙ্গলবার (১৭ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির এক বিবৃতিতে পেঁয়াজচাষীদের লোকসান থেকে রক্ষার লক্ষ্যে দেশে উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণে কার্যকরী ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান।
বিবৃতিতে শহিদুল ইসলাম কবির বলেন, ‘চাষীরা যখন পেঁয়াজ তোলা শুরু করেছেন, তখনই সরকার এলসির মাধ্যমে ভারতীয় পেঁয়াজ আমদানি করায় কৃষককে লোকসানের মুখে পড়তে হচ্ছে। এতে প্রতি বিঘা জমির পেঁয়াজ বিক্রি করে পাঁচ থেকে ১০ হাজার টাকা লোকসান দিতে হচ্ছে। কৃষক যখন ফসল তোলা শুরু করে, তখন সরকার যদি বিদেশ থেকে কৃষি পণ্য আমদানি বন্ধ রাখে, তবে কৃষকরা লোকসান থেকে রক্ষা পাবেন।’