রাজধানীতে অপহৃত ট্রাকচালক উদ্ধার, গ্রেফতার ৪

গ্রেফতার

রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে অপহৃত ট্রাকচালক আতর আলীকে (৩২) উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারীচক্রের চার সদস্যকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত থেকে বুধবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কদমতলী থানাধীন জিয়া সরণি এলাকার একটি চারতলা বাসার ১৮ নম্বর কক্ষ থেকে আতর আলীকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতার হওয়া চার অপহরণকারীর মধ্যে তিনজনের নাম জানিয়েছে র‌্যাব। তারা হলেন রতন, শামীম ও জান্নাত।

র‌্যাব-৪ কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, আতর আলী হবিগঞ্জ থেকে ট্রাকে করে মালামাল নিয়ে ঢাকায় আসেন। পরে তার ট্রাক মিরপুরে রেখে ধোলাইখালে গাড়ির পার্টস কিনতে যান। সেখান থেকে তাকে তিন-চারজন লোক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা দুদিন তাকে নিয়ে রাজধানী ও এর আশপাশ এলাকায় ঘুরাঘুরি করে এবং তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

তিনি বলেন, ‘পরে আমরা প্রযুক্তি ব্যবহার করে স্থান শনাক্ত করে তাকে উদ্ধার করি। এ সময় চার অপহরণকারীকেও গ্রেফতার করি।’ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।