ঢাবির সিন্ডিকেট নির্বাচন চলছে

নির্বাচন কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক পরিষদ ও ফাইন্যান্স কমিটির নির্বাচন চলছে৷ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ শুরু হয়৷ চলবে দুপুর ১টা পর্যন্ত৷

এ নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামীপন্থী নীল দল এবং বিএনপিপন্থী সাদা দল৷ 

নীল দল থেকে সিন্ডিকেট প্রার্থীরা হলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল, আইন অনুষদের প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের প্রভাষক জান্নাতুল নাঈমা৷

অন্যদিকে সাদা দল থেকে সিন্ডিকেট প্রার্থীরা হলেন- ইঞ্জিনিযারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. হাসানুজ্জামান, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান মো. লুৎফর রহমান, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাশীদ মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ও রসায়ন বিভাগের প্রভাষক মো. রোকনুজ্জামান৷

এ নির্বাচনের প্রিজাইডিং অফিসার কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন৷ সকাল ১১টার দিকে নির্বাচন কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানি৷

বিকাল পাঁচটার দিকে এ নির্বাচনের ফল ঘোষণা করা হবে৷