আম না দেওয়ায় শিশুকে ছুরিকাঘাত

আহত শিহাবরাজধানীর ধলপুরে আবসর উদ্দিন শিহাব নামের ১৪ বছরের এক শিশু ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে ধলপুরে র‌্যাব-১০ এর কার্যালয়ের পাশে একটি কোয়ার্টারের ভেতরে এই ঘটনা ঘটে। 

আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শিহাব ধলপুরের একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। ধলপুর কমিশনার গলির ৫ তলা ভবনের নিচতলায় পরিবারের সঙ্গে সে বসবাস করে। তার বাবা মো. সাজু মিয়া  সিএনজি অটোরিকশা চালক। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা এলাকায়।

শিহাবের বন্ধু মজিবুর বাংলা ট্রিবিউনকে জানায়, বুধবার ওই কোয়ার্টারে গিয়ে শিহাব ও ইমরান গাছ থেকে আম পাড়ে। এ সময় সেখানে থাকা কিছু ছেলে তাদের কাছে আম চায়। শিহাব দিতে রাজি না হলে সেখানেই তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

মজিবুর জানায়, এরপর বৃহস্পতিবার দুপুরে শিহাব ও ইমরান সেখানে খেলতে গেলে ওই ছেলেরা পেয়ে আক্রমণ করে। তারা শিহাবের পেটে ও ইমরানের হাতে ছুরিকাঘাত করে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জালাল বাংলা ট্রিবিউনকে জানান, আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনাটি ঘটে। এতে শিহাবের পেটের বাম পাশে ধারালো ছুরির আঘাত লাগে। তার অবস্থা আশঙ্কাজনক। 

তিনি বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই আমরা তদন্ত শুরু করেছি। যারা শিহাবকে ছুরিকাঘাত করেছে, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’