রাজধানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

05রাজধানীর তুরাগ এলাকায় দু’টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’টি বাসের প্রায় ১০-১৫ জন যাত্রী আহত হয়। সোমবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, সোমবার সকালে নবীনগর থেকে জনসেবা পরিবহনের (ঢাকা মেট্রো-ঘ-১৪-০৬২৮) একটি বাস আব্দুল্লাহপুর যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আশুলিয়া ক্লাসিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-০১১৫) একটি বাস  ঢাকা থেকে নবীনগর যাচ্ছিল। বাস দু’টি রাজধানীর তুরাগের সাহেব আলীর মাদ্রাসা এলাকার কামারপাড়ায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ১০-১৫ জনকে উদ্ধার করা হয়।06

তিনি আরও বলেন, ‘আহতদের মধ্যে মো. হাসান আলী (২৫) নামে একজন ড্রাইভারের  অবস্থা গুরুতর। তার কোনও স্বজন না থাকায় আমি নিজে পঙ্গু হাসপাতালে টিকিট করে অভিভাবক হিসাবে তাকে ভর্তি করে দিয়ে আসি। তার একটি পা ভেঙে গিয়েছে এবং মাথায় অনেক আঘাত পেয়েছে। তার বাড়ি টাঙ্গাইল জেলার ধনবাড়ী এলাকায়। তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি।’