ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের মৌন মিছিল

 



মৌন মিছিল শেষে সমাবেশ (ছবি- নাসিরুল ইসলাম)ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মৌন মিছিল করেছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের জোট-সাদা দল। সোমবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মৌন মিছিলটি বের করা হয়।

মিছিলটি কলাভবন, ডাকসু ভবন, মধুর ক্যান্টিন, লেকচার থিয়েটার ভবন ও শ্যাডো দিয়ে ফের অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশ ও মানববন্ধন থেকে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা কয়েকটি দাবি জানান। দাবিগুলো হলো, উপাচার্যের বাসভবনে ন্যক্কারজনক হামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া; আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সব ধরনের নিপীড়ন-নির্যাতন বন্ধ করা; শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা; ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের, বিশেষ করে হল প্রশাসনের শিক্ষার্থীবান্ধব দায়িত্বশীল আচরণ করা; এবং হলে ও ক্যাম্পাসে দল-মত নির্বিশেষে সব শিক্ষার্থীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে অবিলম্বে ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা।
এ সময় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, ‘গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অশনি সংকেত বিরাজ করছে। সেজন্য আমরা এখানে দাঁড়িয়েছি। গত ৮ তারিখে শিক্ষার্থীরা যখন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছিল, তখন বিনা উসকানিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল, জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করে শিক্ষার্থীদের আহত করেছিল। একইসঙ্গে ন্যক্কারজনকভাবে উপাচার্যের বাসভবনে হামলা চালানো হলো। এসব ঘটনায় যখন আমরা উদ্বেগ প্রকাশ করছি, তখনই একটি ছাত্রী হলে ছাত্রীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালানো হলো। এক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অমানবিক ও নির্বুদ্ধিতার পরিচয়ও দেখতে পেয়েছি। এসব ঘটনা প্রতিবাদ জানাতে আজ আমরা এখানে দাঁড়িয়েছি।'

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিহিংসা বর্জন করো। কারণ, প্রতিহিংসা কেবল প্রতিহিংসারই জন্ম দেয়, সমস্যার সমাধান করে না