তাবিথ আউয়ালকে ৮ মে ডেকেছে দুদক

তাবিথ আউয়াল ( সংগৃহীত)

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী তাবিথ আউয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৮ মে সকাল ১০টায় দুদক কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুদকের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা স্বাক্ষরিত চিঠিতে তাকে তলব করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, তাবিথ আউয়ালের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে আগামী ৮ মে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।