‘ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা চলছে’

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান

ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান। তিনি বলেছেন, ‘ফায়ার সার্ভিসের যে সক্ষমতা আছে তা আরও অনেক বাড়াতে হবে। আমরা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি।’

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকালে ‘ঢাকার রাস্তায় যত বিপদ’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে অংশ নিয়ে আলী আহাম্মেদ খান একথা বলেন।

আলী আহাম্মেদ খান বলেন, ‘ফায়ার সার্ভিস মূলত ইমার্জেন্সি সেবামূলক প্রতিষ্ঠান। সেসব ইমার্জেন্সি কারণে ডাক পড়ে, আমরা দ্রুত ছুটে যাই, বিপদ থেকে জানমাল বাঁচানোর চেষ্টা করি।’

আগুন লাগার ১০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু না হলে পরিস্থিতি কঠিন হয়ে যায় জানিয়ে তিনি বলেন, ‘পুরান ঢাকার রাস্তাগুলো সরু। এ কারণে আমরা বেশ বাধাগ্রস্ত হই। ওই সব সরু রাস্তা দিয়ে আমাদের গাড়ি প্রবেশ করতে পারে না। সে কারণে আমরা ছোট গাড়ি ব্যবহার শুরু করেছি। বাইক ব্যবহার করি। এ ছাড়া, আমরা পরামর্শ দিচ্ছি, বাড়ি নির্মাণের সময় পর্যাপ্ত রাস্তা রাখার।’

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় বাংলা ট্রিবিউনের কার্যালয়ে এ বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ চ্যানেল ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, অ্যাকশন এইড কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, বুয়েটের শিক্ষক ড. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নঈম গওহার ওয়ারা এবং বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

আরও পড়ুন-

‘প্রয়োজন নয়, পয়সা আয় হবে ভেবেই প্রকল্প নেওয়া হয়’

‘গণপরিবহন ব্যবস্থায় সংস্কার দরকার’

‘বৃষ্টির মৌসুমে প্রয়োজন না হলে রাস্তা খোঁড়াখুঁড়ি উচিত নয়’

‘সড়কের গাছগুলোর ঠিকমতো পরিচর্যা হয় না’

‘গণপরিবহনে যৌন হয়রানির ঘটনায় আমরা আতঙ্কিত’