লোক দেখানো জাকাতের আয়োজন বর্জনীয়, বলছেন আলেমরা

লোক জড়ো করে জাকাত দেওয়ার একটি দৃশ্য (ফাইল ছবি)জাকাত নিতে গিয়ে প্রাণহানির ঘটনা এবারই নতুন নয়, প্রায় প্রতিবছরই এমন ঘটনা ঘটছে। আলেমরা বলছেন, জাকাত বিতরণের নামে লোক দেখানো এমন আয়োজন অবশ্যই বর্জন করা উচিত। ডেকে এনে কাউকে জাকাত দেওয়া অপমানজনক বলেও মন্তব্য করেন আলেমরা।

চট্টগ্রামে সোমবার (১৪ মে) জাকাত ও  ইফতার সামগ্রী নিতে গিয়ে ভিড় ও গরমে ১০ নারী প্রাণ হারিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কয়েকজন আলেমের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের।

তারা বলেন, যারা জাকাত পাওয়ার যোগ্য তাদের খুঁজে বের করে বাড়ি বাড়ি গিয়ে জাকাত দেওয়া উচিত। প্রকাশ্যে অনুষ্ঠান করে লোক দেখানো আয়োজন করে জাকাত দেওয়া বর্জনীয়।

সোমবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের খাটিয়া ডাঙ্গা এলাকায় জাকাত ও ইফতার সামগ্রী নিতে গিয়ে ঘটনাস্থলে ৯ নারী নিহত হন। বিকালে আরও একজন শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ প্রাণহানির ঘটনায় আয়োজকদের বিরদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দানের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, ‘জাকাত যাদের দিতে হয়, সম্মানের সঙ্গেই দেওয়া উচিত। এজন্য শরিয়তের বিধান হচ্ছে, যারা জাকাত পাওয়ার যোগ্য তাদের খুঁজে করে করে সম্মানের সঙ্গে দেওয়া। ডেকে এনে জাকাত দিলে তো অপমান করা হয়।’

তিনি আরও বলেন, ‘নিজেকে দানশীল প্রমাণ করতে অনেকে হাঁকডাক দিয়ে জাকাত দেন। এটি শরিয়তসম্মত নয়। নিন্দনীয় কাজ।’

রাজধানী ঢাকার  আাফতবনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদ আলী বলেন, ‘জাকাত দিতে হয় তাদের, যারা এটির প্রাপ্য।  তাই জাকাত দিতে হয় এটির যোগ্য লোকদের খুঁজে খুঁজে বের করে। যেভাবে জাকাত বা দান করলে মানুষের প্রাণহানি বা ক্ষতির ঝুঁকি থাকে সে পদ্ধতি অবশ্যই বর্জন করা উচিত।’

তিনি আরও বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে দেখানোর জন্য জাকাত দেওয়ার নামে এসব আয়োজন করা হয়।  এভাবে জাকাত দিলে তা আদায় হবে না।’

জাকাত দেওয়ায় বিশৃঙ্খলা রোধে সরকারের নজর দেওয়া উচিত বলে মনে করেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। তিনি বলেন, ‘জাকাত কিংবা দান দিতে গিয়ে উল্টো মানুষের জানমালের ক্ষতি হয়, এটি কাঙ্ক্ষিত নয়।  এসব ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনা উচিত।’