‘পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বাতিল, ক্লাস বর্জন চলবে’

কোটা সংস্কার আন্দোলনকোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা শুধু ক্লাস বর্জন অব্যাহত রাখার ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত রবিবার (১৩ মে) অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

পরে সোমবার (১৪ মে) সন্ধ্যায় ঘোষিত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এদিকে, আজ মঙ্গলবার (১৫ মে) দুপুরে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা পরীক্ষা বর্জন না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, সামনে রোজার মাস হওয়ায়  পরীক্ষা বর্জন করলে সেশনজটে পড়ার সম্ভাবনা রয়েছে। সবাইকে পরীক্ষায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে যেহেতু আশ্বস্ত করা হয়েছে, সেজন্য আপাতত আমরা কঠোর সিদ্ধান্ত নিচ্ছি না।’

ধর্মঘটের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন হলেও নির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের ফেসবুকভিত্তিক ‘কোটা সংস্কার চাই (সব চাকরি পরীক্ষায়)’ গ্রুপটি হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তবে সকাল নাগাদ সেটি আবারও উদ্ধার করা হয়েছে।