বরিশালে মাদ্রাসা সুপারকে লাঞ্ছনার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

বিক্ষোভ করেছে জাতীয় শিক্ষক ফোরাম

বরিশালের বাকেরগঞ্জে মাদ্রাসা সুপারের মাথায় ও শরীরে মল ঢেলে লাঞ্ছনার ঘটনায় ঢাকায় বিক্ষোভ করেছে জাতীয় শিক্ষক ফোরাম। বুধবার (১৬ মে) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন মাদ্রাসা শিক্ষকরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি লাঞ্ছনার ঘটনায় পুরো দেশ ফুঁসে উঠলেও বাকেরগঞ্জের মাদ্রাসা সুপার আবু হানিফ লাঞ্ছনার ঘটনায় সবাই নীরব। যারা শিক্ষকদের নিয়ে রাজনীতি করেন, তারা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে কাজ করেন। সাধারণ শিক্ষকদের জন্য তাদের প্রতিবাদ করতে দেখা যায় না।’

এ ঘটনার নিন্দা জানিয়ে বিক্ষাভ সমাবেশ থেকে শিক্ষকরা আরও বলেন, ‘আবু হানিফের ওপর এরকম নির্মম ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। দোষীদের শাস্তি নিশ্চিত না করে ঘরে ফিরবো না আমরা। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

সমাবেশে জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক এ বি জাকারিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত খবর: 

মাদ্রাসা সুপারকে লাঞ্ছনা: ইন্ধনদাতাদেরও খোঁজ করছে পুলিশ 

বরিশালে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় মামলা, গ্রেফতার ২ (ভিডিও)