বিমানের সিটের নিচে মিললো ৯ কেজি স্বর্ণ

উদ্ধার করা স্বর্ণের বার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। বৃহস্পতিবার একটি বিমানের সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

অথেলো চৌধুরী জানান, মালয়েশিয়া থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৮৭ ফ্লাইটের ৩০-এফ সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ফাহমিদা মাহজাবীন জানান, আজ বৃহস্পতিবার (১৭ মে) সকাল ৬টায় শাহজালালে আসে বিজি ৮৭ ফ্লাইটটি। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের একটি দল বিমানটিতে তল্লাশি করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০-এফ সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলো কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় পাওয়া যায়। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে বের করা হয়। এই ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন।