ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তার মৃত্যু ঘটনায় বাস জব্দ, আটক ২

নাজিম উদ্দিনরাজধানীতে বাসের ধাক্কায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের  বিজ্ঞাপন বিভাগের এক কর্মকর্তা নাজিম উদ্দিনের (৩২) মৃত্যুর ঘটনায় দুটি বাস জব্দ এবং ওই বাসের চালক ও হেলপারকে আটক করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মে) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর হানিফ ফ্লাইওভারে দুঘর্টনার  পরপরই দুটি বাস জব্দসহ চালক ও হেলপারকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— শ্রাবণ পরিবহনের চালক মো. ওহিদুল (৩৫) এবং মঞ্জিল পরিবহনের হেলপার মো. কামাল (৩২)। এঘটনায় ওই দুটি বাস জব্দ করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই ঘটনায় দুটি পরিবহনের মধ্যে শ্রাবণ পরিবহনের একটি বাস ও মঞ্জিল পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে।’
তিনি বলেন, ‘মঞ্জিল পরিবহনের চালক ও শ্রাবণ পরিবহনের হেলপার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।’

কিভাবে এই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: 

সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা ট্রিবিউনের কর্মকর্তার ময়নাতদন্ত সম্পন্ন