‘সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রমাণিত হলে দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি: সংগৃহীত)পুলিশও আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রমাণিত হলে তদন্ত কমিটি করে দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ শনিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় কাউন্সিলের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে কোনও অশুভ শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অসাম্প্রদায়িক বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সবাই যেন নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হবে। এখানে সবার অধিকার সমান।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদকসেবী ও ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক যে ভয়াবহ রূপ নিয়েছে, তাতে আমাদের মেধা নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য মাদককে প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’