কোটা সংস্কার আন্দোলনের নেতা সুহেলকে মারধরের অভিযোগ

 

কোটা সংস্কার আন্দোলনের নেতা সুহেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তার বন্ধুরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এস এম সুহেলকে ক্যাম্পাসের সামনেই ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অপর যুগ্ম আহবায়ক রাশেদ খান এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, সুহেলের আজ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে ক্যাম্পাসের গেট দিয়ে বাসায় যাওয়ার সময় ক্যাম্পাসের গেটের সামনেই রাস্তার বিপরীত পাশে বিকাল চারটার দিকে জবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা রড দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়। তার মাথায় ও পায়ে জখম হয়েছে।  তাৎক্ষণিকভাবে তার বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় আজগর আলী হাসপাতালে ভর্তি করেছে। সুহেলের শারীরিক অবস্থা গুরুতর।

পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় নির্মমভাবে প্রহার করা হয় কোটা সংস্কার আন্দোলনের নেতা সুহেলকে

রাশেদ খান বলেন,কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করায়  অনেকদিন ধরেই আমাদের নানা ধরনের হুমকি দিয়ে আসছে ছাত্রলীগ। আজ সুহেলকে মারধর করে তারা তাদের খায়েশ পূরণ করলো।

এ নির্মমতার বিচার দাবি করেছেন তিনি।

কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম সুহেল।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বিষয়টি সম্পর্কে অবহিত নন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।

জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, কে বা কারা সুহেলকে মারধর করেছে সেটা আমরা জানি না। ছাত্রলীগের কেউ যদি সুহেলকে মারধর করে থাকে তাহলে আমাদের কাছে অভিযোগ দিলে ব্যবস্থা নেবো।