ঢাবি ক্যাম্পাস থেকে গাঁজা বিক্রেতা সন্দেহে একজনকে পুলিশে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস থেকে গাঁজা বিক্রেতা সন্দেহে একজনকে থানায় সোপর্দ করেছে কয়েকজন শিক্ষার্থী। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম জাকির হোসেন (২৯)। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায়  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ঢাবি সংলগ্ন গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। 

এ ব্যাপারে শাহবাগ থানার এসআই শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একজন ছাত্র বিষয়টি আমাদের জানালে, আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তিকে ধরে থানায় নিয়ে আসি। তবে আমরা তার কাছে গাঁজা পাইনি। কিন্তু ছাত্ররা আমাদের একটি ভিডিও ফুটেজ দেখিয়েছে, সেখানে তাকে দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানের গেটের বাহিরে থেকে ভিতরে হাত ঢুকিয়ে কী যেন করছে।’ 

তিনি আরও বলেন, ‘তাকে দেখে মনে হচ্ছে তার ভেতরে ঝামেলা আছে। এজন্য তাকে এখন থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’   

প্রতক্ষ্যদর্শী ঢাবি শিক্ষার্থী সাইফুল ইসলাম জানান, ‘অভিযুক্ত ওই ব্যক্তি সোহরাওয়ার্দী উদ্যানের বাহির থেকে ভেতরের কয়েকজন লোকের কাছে গাঁজা বিক্রি করছিল, তা দেখতে পেয়ে আমরা ভিডিও করি। পরে শাহবাগ থানায় ফোন করে জানাই। কিছুক্ষণ পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় । 

তবে অভিযুক্ত জাকির হোসেন বলেন, ‘আমি রিকশা চালাই। গাঁজা বিক্রি করি না।’