‘শুধু লেগুনা থেকে প্রতিদিন ২৫ লাখ টাকা চাঁদা ওঠে’

সৈয়দ ইশতিয়াক রেজাগাজী টিভি ও সারাবাংলা’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘শুধু লেগুনা থেকে প্রতিদিন ২৫ লাখ টাকা চাঁদা ওঠে। এই চাঁদা ওঠানো বন্ধ না করতে পারলে এই দুর্ঘটনা কমবে না।’ তিনি বলেন, ‘আসলে রেষারেষি দাপাদাপির যে সংস্কৃতি তা সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনা নয়। প্রায় প্রতিদিনই দেখছি সড়ক দুর্ঘনা ঘটে। প্রতিদিনই আমাদের এমন খবর প্রকাশ করতে হয়। এই নৈরাজ্য কমানোর জন্য আমরা কি করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বাস, গণপরিবহন এবং...’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৪ মে) বিকাল সাড়ে ৪টা থেকে চলছে বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সবচেয়ে বেশি দুর্ঘটনাপ্রবণ। একটি পরিসংখ্যান বলছে, পশ্চিমা দেশ ও পাশের দেশ ভারতের চেয়েও অনেক অনেক বেশি দুর্ঘটনা এখানে ঘটে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের যদি সড়ক দুর্ঘটনা কমানো যেতো তাহলে জিডিপি তিন শতাংশ বাড়তো।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ (খোকন), বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক চৌধুরী, গাজী টিভি ও সারাবাংলা’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

আরও পড়ুন: বাস, গণপরিবহন এবং...’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু