‘মুনাফার নৈরাজ্যে মালিকরাই বাস চালকদের ঢুকিয়ে দেন’

হারুন উর রশীদ

বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ বলেন, ‘ঢাকার ভেতরে যারা বাস চালক, তারা কিন্তু বেতনভুক্ত নন। বাস মালিকের কাছ থেকে চালক একটি চুক্তিতে বাস এনে চালান। তার বাসের অন্যদের বেতন তিনিই দেন। ফলে তার সেই অর্থের জোগান দিতে গিয়ে তাড়াহুড়া করে বাস চালান, মাথা ঠিক থাকে না। পাল্লা দেন। আবার দূরপাল্লার ড্রাইভার ট্রিপ দেওয়ার ওপর একটি অর্থ পান। দিনে যে ক’টি ট্রিপ দেন সেই হিসেবে অর্থ পান। অর্থাৎ সে যত দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে, তত তার অর্থ। ফলে সে কিন্তু টাকা বেশি পায়। রাত জেগে ট্রিপ বেশি দেওয়ার জন্য মাদকও সেবন করেন এই বাস চালকরা। ফলে পথে-ঘাটে দুর্ঘটনায় পড়েন। এই যে মুনাফার নৈরাজ্যে ঢুকিয়ে দেন মালিকরাই বাস চালকদের।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘বাস, গণপরিবহন এবং...’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৪ মে) বিকাল সাড়ে ৪টা থেকে চলছে বাংলা ট্রিবিউন বৈঠকি। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

হারুন উর রশীদ আরও বলেন, ‘প্রতিদিন সড়কে বাস চাপা পড়ে সাধারণ পথচারী মারা যাচ্ছে। এটা উদ্বেগজনক হারে ক্রমেই বাড়ছে। প্রথমে হাত হারিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যাওয়া রাজীবের ঘটনা নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। একসময় বাসে বাসে পাল্লা দিতে গিয়ে এই ঘটনা সুপরিচিত ছিল। এখন আবার নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক চৌধুরী, গাজী টিভি ও সারাবাংলা’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ (খোকন)। 

আরও পড়ুন: ‘অতিরিক্ত যে ভাড়া নেওয়া হয়, তা কিন্তু চাঁদাবাজদের পকেটে যায়’