ঢাবিতে প্রাণের টানে একত্রিত হলো সুবর্ণ সন্তানেরা

সুবর্ণ চরের সুবর্ণ সন্তানেরাপ্রাণের টানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একত্রিত হয়েছিলেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও অধ্যয়নরত নোয়াখালী জেলার সুবর্ণচরের সুবর্ণ সন্তানেরা। শনিবার (২৬ মে) সন্ধ্যায় ঢাবির কলাভবনে ইফতার ও ‘ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম’-এর আয়োজনে প্রাণের এ মিলন মেলা ঘটে।
বছরে একবারই আসে রোজার মাস। রোজাকে উপলক্ষ করে এই মাসে তারা এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ লাভ করে। আর এই সুযোগটি করে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘সুবর্ণচর স্টুডেন্ট ফোরাম, ঢাকা’।

সংগঠনের সভাপতি ইকবাল হোসেন রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মো. ইউসুফ, কাস্টমস-এর সহকারী কমিশনার মো. জাকারিয়া, অ্যাডভোকেট জসিম উদ্দিন, ডা. জাকির হোসেন, সমাজসেবক জামাল উদ্দিন চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি আলী আকবর, সহ-সভাপতি নাজমুল হাসান তানিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ প্রমুখ।  

ঢাবি আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো, ইউসুফ বলেন, ‘আমি সুবর্ণচরের সন্তান। আমাদের সুবর্ণচর অনেক এগিয়ে যাচ্ছে। প্রতিবছর এ এলাকা থেকে অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। এরা শুধু সুবর্ণচরেই নয়, তথা সারা বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’ 

কাস্টমস কর্মকর্তা মো. জাকারিয়া শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার সম্পর্কিত অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।