ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

ভবন থেকে পড়ে মৃত্যুরাজধানীর যাত্রাবাড়ী রসুলপুরের একটি ভবনের ৪র্থ তলার ছাদ থেকে পড়ে শিলা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, শিলাসহ দুই নারী ওই ভবনে চুরি করতে গিয়ে পালানোর সময় ওপর থেকে পড়ে যায়। তবে নিজেদের নির্দোষ দাবি করেছেন শিলার খালা রীতা বেগম।
শিলা শরিয়তপুরের নড়িয়া থানার ধুমকড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। ময়নাতদন্তের জন্য তার শিলার মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এসআই মো. আলাউদ্দিন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বিকাল পৌনে ৬টায় কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘শিলার মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্তের পর জানা যাবে।’
তবে শিলার সঙ্গে থাকা তার খালা রীতা বেগম বলেন, ‘আমরা দুজন গিয়েছিলাম ফ্ল্যাট বাসা খুঁজতে। সেখানে আমাদের চোর বলে মারধর করে, তারা এবং ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।’
শিলার স্বামীর নাম নূর জামাল। স্বামী পরিত্যক্তা শিলা দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জ রেল স্টেশনের পাশে থাকতো।