হলি আর্টিজান হামলার মদতদাতারা চিহ্নিত, দ্রুত সময়ের মধ্যে চার্জশিট

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া (ফাইল ফটো)

গুলশানে হলি আর্টিজানে হামলার মদতদাতাদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বন্দুকযুদ্ধে ও এনকাউন্টারে মারাও গেছেন। অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রয়োজন। সেই কারণেই চার্জশিট দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই হলি আর্টিজান মামলার চার্জশিট দেওয়া হবে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বলেন, হলি আর্টিজানে হামলার উদ্দেশ্য ও ঘটনার সার্বিক পরিস্থিতি বিবেচনাসহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। মামলা আদালতে গেলে সেখানে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য অকাট্য সাক্ষ্য-প্রমাণ ও তথ্য উপাত্ত জোগাড় করা প্রয়োজন। আর সেটা খুবই কঠিন বিষয়। এর পেছনে যারা রসদ দিয়েছে, মদদ দিয়েছে, পরিকল্পনা করেছে, ঘর ভাড়া দিয়েছে, অস্ত্র ভাড়া দিয়েছে তাদেরকে এরইমধ্যে আমরা শনাক্ত করেছি। তথ্য-উপাত্ত যোগাড় করা একেবারেই শেষ পর্যায়ে। আমরা আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করতে পারবো।