যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দুই পাইলট নিহত

মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশযশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (কে-৮ডব্লিউ) বিধ্বস্তের ঘটনায় দুইজন পাইলট স্কোয়ার্ডন লিডার মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ নিহত হয়েছেন। রবিবার (১ জুলাই) রাত ৯টার দিকে যশোরের একটি বাওরে বিমানটি বিধ্বস্ত হয়। আইএসপিআর-এর পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘লাশ ও বিধ্বস্ত বিমান উদ্ধার তৎপরতা চলছে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। 
বিধ্বস্ত বিমানের উদ্ধার কাজ চলছেএদিকে আমাদের যশোর প্রতিনিধি জানিয়েছেন, রবিবার রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাঁওড়ে বিমানটি বিধ্বস্ত হয়।

যশোর বিমান বন্দরের ম্যানেজার আলমগীর পাঠান বলেন, ‘প্রশিক্ষণ বিমানটি যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।’

দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘বিমানটি বুকভরা বাঁওড়ের মাঝেই পড়েছে। এখানে ফায়ার সার্ভিস, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন। এখন বৃষ্টি হচ্ছে।’