শিক্ষক লাঞ্ছনার নিন্দা জানিয়ে ঢাবি সাদা দলের বিবৃতি

ঢাকা বিশ্ববিদ্যালয়

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ফাহমিদুল হককে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল বিবৃতি দিয়েছে।

বুধবার সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মো. আখতার হোসেন খান স্বাক্ষরিত এক  বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘ফাহমিদুল হক যেভাবে লাঞ্ছিত হয়েছেন তা কোনও সভ্য সমাজে কল্পনাও করা যায় না। জাতীয় দৈনিকের পাতাজুড়ে প্রকাশিত লাঞ্ছনার ছবি দেখে আমরা স্তম্ভিত, বাকরুদ্ধ এবং ক্ষুব্ধ। আইনের পোশাক পরিহিতদের কাছ থেকে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং নিন্দনীয়।

বিবৃতি বলা হয়,‘যারা এ কাজটি করেছেন তারাও কোনও না কোনও শিক্ষকের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একজন  অধ্যাপকের কোমরের বেল্ট খামছে ধরে টানাহেঁচড়া  করার চিত্র তাদের বিবেককে কি একবারও নাড়া দেয় না? জাতি হিসেবে এ ঘটনা আমাদের জন্য চরম লজ্জাজনক। অধ্যাপক ফাহমিদুল হকের সঙ্গে যে অশোভন আচরণ করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের শাস্তি দাবি করছি।’