ক্যাম্পাসের নিরাপত্তার জন্য নিজস্ব সিকিউরিটি গার্ড রাখা হবে: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তার জন্য নিজস্ব সিকিউরিটি গার্ড রাখার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন,‘ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সিকিউরিটি গার্ড রাখা হবে।সেখানে নিরাপত্তা চৌকি বসানো হবে।  

আজ মঙ্গলবার ১০ জুলাই উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

উপাচার্য বলেন,‘ নিরাপত্তা চৌকি মানে ক্যান্টনমেন্ট না, পুলিশ পোস্ট না,এখানে আমাদের নিরাপত্তা প্রহরী থাকবে । বহিরাগত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে আমরা কিছু নিরাপত্তা চৌকি বসাবো। যাতে করে অন্য কোনও গোষ্ঠী ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে । আবার কেউ এসে হঠাৎ করে মাইক নিয়ে আওয়াজ তুলে শিক্ষার পরিবেশ নষ্ট করবে এটা আমরা কোনোভাবেই বরদাশত করবো না।

তিনি আরও বলেন,‘ ইতোমধ্যে আমরা ফুলার রোড এলাকায় কিছু গতিরোধক বসিয়েছি। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের অন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কোনও বাজার-ঘাটের জায়গা না। এখানে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করবে।’

উল্লেখ্য, গতকাল সোমবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বহিরাগতদের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রক্টরের পূর্বানুমতি ছাড়া ক্যাম্পাসে অবস্থান ও ঘোরাফেরা এবং কোনও ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে জানানো হয়েছে।