‘ইয়াবা পাচারে গরিব শিক্ষার্থীদের বাধ্য করতো টেকনাফের ইয়াসিন’






গ্রেফতার ইয়ামিন আরাফাত

চট্টগ্রামের টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা পাচারে গরিব শিক্ষার্থীদের বাধ্য করতো এমন এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো। তার নাম ইয়াসিন আরাফাত (২৮)। ইয়াবা পাচারের জন্য শিক্ষার্থীদের মেস ভাড়া ও হাতখরচ দিতো সে।
পিবিআই ঢাকা মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার বশির আহম্মেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

বশির আহম্মেদ জানান, ‘রবিবার টেকনাফের হ্নীলা এলাকা থেকে ইয়াসিনকে গ্রেফতার করা হয়েছে। হ্নীলা থেকে ঢাকায় লেখাপড়া করতে আসা গরিব ও নিরীহ ছাত্রদের ইয়াবা বহনকারী হিসেবে ব্যবহার করতো সে এবং বিনিময়ে শিক্ষার্থীদের মেসের ভাড়া ও লেখাপড়ার খরচ দিতো।’
টেকনাফের হ্নীলার ইয়াসিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলার আসামি।
বশির আহম্মেদ জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলাটি পিবিআই ঢাকা মেট্রো তদন্ত করছে। ইয়াসিন টেকনাফ এলাকায় ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত। হ্নীলা গ্রামের জালাল আহম্মেদের ছেলে সে। তাদের গ্রামটি নাফ নদীর তীরে হওয়ায় সে তার সহযোগীদের মাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান নিয়ে আসতো। এরপর ইয়াবার চালান কক্সবাজার জেলা থেকে যাত্রীবাহী বাস ও বিমানসহ বিভিন্ন মাধ্যমে ঢাকায় নিয়ে আসতো। পরে তার নিয়ন্ত্রণাধীন লোকজনের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট সরবরাহ ও বিক্রি করতো।’
ইয়াসিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পিবিআই।