শাহবাগে বাসচাপায় গাড়িচালক নিহত

মেশকাত পরিবহনের বাসচাপায় চালকের মৃত্যুরাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনে বাসের চাপায় ওমর ফারুক (৪৮) নামে এক গাড়িচালক নিহত হয়েছেন। বুধবার (১৮ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের এক চিকিৎসকের গাড়িচালক ছিলেন। তার পিতার নাম আব্দুস সামাদ। তার বাড়ি চাঁদপুরের মতলব থানার ফাডন গ্রামে।

জানা যায়, নিহত ফারুকের স্ত্রী মনুজা বেগম মঙ্গলবার গ্রামের বাড়ি থেকে রাজধানীতে আসেন এবং এক আত্মীয়ের বাড়িতে ওঠেন। ওমর ফারুক বুধবার সকালে স্ত্রীকে আনতে যাচ্ছিলেন। সকাল পৌনে ১১টার দিকে মেশকাত পরিবহনের একটি বাসের ধাক্কায় ওমর ফারুক গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন ও শাহবাগ থানার এস আই শাহেদ উদ্দীন তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যান। সেখানে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য ওমর ফারুকের মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘাতক বাস এবং চালককে আটক করা হয়েছে।