জেনেভা ক্যাম্পে মাদকরিবোধী অভিযানে আটক ৩২

 

 


জেনেভা ক্যাম্পে অভিযান (ফাইল ছবি)রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭ জনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল থেকে র‌্যাব-২ এই অভিযান পরিচালনা করে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটক হওয়া ব্যক্তিরা হলো আকবর ওরফে কোরবান (৩০), মো. রুবেল (২৬), মো. সেলিম মিয়া (২২), মো. মনসুর মিয়া (৩৫), মো. মাহতাব (২৮), ইমরান ওরফে মিন্টু (৩০), আরমান (৩৫), মো. জামশেদ রেজা (৩৩), আলী হাসান (৩০), রিয়াজ উদ্দিন(৩৯), রিয়াজ উদ্দিন ওরফে মুনু (৪২), ফখরুদ্দিন ওরফে ভুলু (৩৩), সোবরাতি (২৫), সাব্বির (২৪), মোঃ সাহেব (২২), শামীম (৪০), মো. টিপু (১৮), মো. অপু (২০), মো. নিজাম (২৮), জাবেদ (৩০), মো. সালমান (১৮), আলম (২৮), মো. আসলাম (২৫), ফয়সাল (২০), মোছা. রাজিয়া বেগম (৩৯), মো. রাজু (২২), মো. বেচু (২৫), আব্দুল ওয়াহাব (২৮), মো. কাল্লু (২৭), ইশতিয়াক আহম্মেদ বাবুল (৩৯), ইশরাফিল (২৯) ও আজগর আলী (২৯)। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাজমা বেগম ওরফে নাগিন (৩০), মো. জাবেদ (৩৮), আক্কু ওরফে আকবর (২৫), মো. আতিক (২১) ও মো. রাশিদকে (২৮)ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩৯২ পিস ইয়াবা, চার কেজি ২৭০ গ্রাম গাজা, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড উদ্ধার করা হয়।
র‌্যাব-২-এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে ৩২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।’
তিনি বলেন, “আটককৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে তারা নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা, গাঁজা বিক্রয় করতো। প্রকাশ্যে মাদক বিক্রি বন্ধ হলেও চালু হয়েছে ‘মোবাইল ফোন সার্ভিস’। মাদকসেবীরা ফোন করলে নির্দিষ্টি স্থানে গিয়ে ইয়াবা, গাঁজা পৌঁছে দিচ্ছে খুচরা মাদক বিক্রেতারা।”
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘গত ২৬ মে রাজধানীর জেনেভা ক্যাম্পে র্যা বের মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরপর সেখানকার চিত্র অনেকটা বদলে গেলেও, কিছু অসাধু ব্যক্তি বদলায়নি। মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে।’
এদিকে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘র‌্যাব-২-এর সহায়তায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ইয়াবা ও গাঁজা নিজ হেফাজতে রাখার দায়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।’