X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

গ্রন্থাগার অধিদফতরের কাজে গতি আনতে কামাল চৌধুরীর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ এপ্রিল ২০২৪, ১৭:৫০আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৭:৫০

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও গুরুত্বপূর্ণ গবেষণা কাজে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের কাজে গতিশীলতা আনতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

সোমবার (২৯ এপ্রিল) আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতর পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

পরিদর্শনের অংশ হিসেবে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অধিদফতরের কর্মপরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন উপদেষ্টা। একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের চলমান কার্যক্রম, বাজেট, জনবল, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প সম্পর্কে তুলে ধরা হয়।

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র ও ঐতিহাসিক মূল্য সমৃদ্ধ প্রকাশনা সংগ্রহ, সংরক্ষণ এবং সেবা প্রদানের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতর প্রতিষ্ঠা করেছেন। ভবিষ্যৎ প্রজন্ম, তরুণ গবেষক যেন তাদের গবেষণার কাজে গ্রন্থাগারে স্বাচ্ছন্দে আসতে পারে, বই-নথিপত্র দেখতে/পড়তে পারে সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরকে আগামীর স্মার্ট বাংলাদেশের প্রস্তুত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরকে ইতিহাস, ভাষা, সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি ও গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ সংগ্রহ করতে হবে। এ সময় তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র, দলিলগুলোকে আর্কাইভে সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। জেলা-উপজেলায় কিংবা দেশের বিভিন্ন স্থানে রক্ষিত যেসব নথির আর্কাইভাল ভ্যালু রয়েছে সেগুলো যেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরে সংক্ষণ করা হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার বিষয়েও তিনি পরামর্শ দেন।

মতবিনিময় শেষে ড. কামাল আবদুল নাসের চৌধুরী আর্কাইভস ঘুরে দেখেন। আর্কাইভসে আসা বিভিন্ন গবেষকদের সঙ্গে কথা বলেন। এ সময় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক ড. সালমা মমতাজ, পরিচালক জনাব মো. আব্দুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
জাতীয় গ্রন্থাগার দিবসগণগ্রন্থাগারে গণফাটল, পাঠকের নিত্যসঙ্গী আতঙ্ক
উচ্চশিক্ষার রেফারেন্স বই চেয়ে চেয়ে আর কতদিন?
জাতীয় গ্রন্থাগার দিবসের ৬ বছর, কী প্রভাব পড়েছে সমাজে
সর্বশেষ খবর
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে নিপুণের রিট
অযত্নে নষ্ট হচ্ছে রাজধানীর ফুটওভার ব্রিজগুলো
অযত্নে নষ্ট হচ্ছে রাজধানীর ফুটওভার ব্রিজগুলো
ঝালকাঠিতে পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা
ঝালকাঠিতে পথসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা